ডেল্টা ভ্যারিয়েন্টের নতুন গবেষণার তথ্য প্রকাশ

0

ডেস্ক রিপোর্ট:  মহামারি করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে বিপর্যস্ত পৃথিবী। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের থাবায় কুপোকাত বিশ্বের বিভিন্ন দেশ। প্রতিনিয়তই রেকর্ড ছাড়াচ্ছে সংক্রমণ।নতুন করে পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে যুক্তরাষ্ট্র, মিয়ানমার, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে। পরিস্থিতি সামাল দিতে নতুন করে বিধিনিষেধ আরোপসহ টিকাদান কর্মসূচি জোরদারের উদ্যোগ নিয়েছে বিভিন্ন দেশের সরকার।এদিকে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) একটি অভ্যন্তরীণ নথিতে পাওয়া এক তথ্যে জানা গেছে  জলবসন্তের মতো সহজে ছড়ায় করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। এটি অন্য ভ্যারিয়েন্টের চেয়ে রোগীর আরও কঠিন জটিলতার সৃষ্টি করছে। এছাড়া নথিতে পাওয়া তথ্য মতে করোনার ভ্যাকসিন নেওয়া মানুষ এ রোগ থেকে তুলনামূলক বেশি নিরাপদ। তবে এটি সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে কম কার্যকর।ওই নথির বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ভ্যাকসিন নিয়েছেন এ রকম মানুষও ভ্যাকসিন না নেওয়াদের মতো একইভাবে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে দিতে পারেন।তবে করোনার ভ্যাকসিন নিয়ে আশার খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) ।
ওই নথিতে রয়েছে, করোনা ভ্যাকসিন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া ও মৃত্যুর আশঙ্কা ১০ শতাংশ কমিয়ে আনে। এছাড়া ভ্যাকসিন ৯০ শতাংশেরও বেশি কঠিন অসুস্থতাকে প্রতিহত করতে পারে। আর সংক্রমণের ঝুঁকি তিন শতাংশ কমিয়ে দেয়।
সিডিসির পরিচালক রোশেলি ওয়ালেনস্কি বলেন, করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি সংক্রামক রোগগুলোর মধ্যে একটি। এটি জলবসন্ত ও হামের মতোই দ্রুত ও সহজে ছড়িয়ে পড়তে পারে। ভ্যাকসিন নেওয়া মানুষদেরও এ ভাইরাসের সংক্রমণ বেশি হচ্ছে।ওই নথিতে আরো বলা হয়, করোনার এই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত একজন মানুষ গড়ে আরও আট থেকে নয়জনকে সংক্রামিত করতে পারে। 

Share.