ডেস্ক রিপোর্ট: দেওয়ার মতো করোনার টিকা নেই তাই ভারতের মুম্বাইয়ে বন্ধ হয়ে গেল ৭১টি টিকাদান কেন্দ্র। বন্ধ হয়ে যাওয়া এসব কেন্দ্রের বাইরে বিক্ষোভ করেছেন টিকা না পাওয়া বহু মানুষ।জানা গেছে, শহরটিতে টিকাদানের জন্য ১২০টি কেন্দ্র পরিচালনা করা হচ্ছিলো। তবে টিকা সংকটের কারণে এর ৭১টিই বন্ধ করে দিতে হয়েছে বলে জানিয়েছে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)।যার ৪৯টি পরিচালনা করছে মহারাষ্ট্র রাজ্য সরকার ও বিএমসি। এর প্রতিটিতে গড়ে ৪০ থেকে ৫০ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে।বিকেসি এলাকায় বন্ধ করে দেওয়া কেন্দ্রের ডিন রাজেশ ডেরে বলেন, প্রথম দিন থেকেই আমরা পরবর্তী দিনের জন্য অগ্রিম টিকার ডোজ মজুদ রাখতে পারতাম। গতকাল পর্যন্ত আমরা এই কেন্দ্রের জন্য যথেষ্ট সংখ্যক ডোজ পেয়েছি।তিনি আরও বলেন, গত রাতে আমরা আশা করেছিলাম আজকের ডোজগুলো পেয়ে যাবো, কিন্তু তা পৌঁছায়নি। এখন আমাদের কাছে মাত্র ১৬০ ডোজ টিকা আছে।শুক্রবার মুম্বাইয়ের মেয়র কিশোরি পান্ডেকর বলেন, বেশ কয়েকটি টিকাদান কেন্দ্রে একটি ডোজও নেই। সেকারণে টিকাদান বন্ধ করা দেওয়া হয়েছে… জানতে পেরেছি আজ ৭৬ হাজার থেকে এক লাক ডোজ টিকা আজ মুম্বাইয়ে পৌঁছাবে, কিন্তু এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য নেই।উল্লেখ্য, টিকা সংকটের কারণে মুম্বাইয়ের মতো সাতারা, সাংলি ও পানভেলের বহু টিকাদান কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।
ডোজ নেই তাই করোনার টিকাদান কেন্দ্র বন্ধ, বিক্ষোভ
0
Share.