বুধবার, জানুয়ারী ২২

ডোনাল্ড ট্রাম্পের নতুন অ্যাকাউন্ট

0

ডেস্ক রিপোর্ট: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যোগ দিয়েছেন নতুন এক সামাজিক মাধ্যমে।শনিবার ওহাইয়োতে এক গণসমাবেশে যোগ দিয়েছেন তিনি আর ওইদিনই তিনি ভিডিও প্ল্যাটফর্ম রাম্বলেও যোগ দেন।মার্কিন ক্যাপিটালে ৬ জানুয়ারি হামলার পর এটিই তার প্রথম এ ধরনের আয়োজনে যোগ দেওয়ার ঘটনা বলে জানিয়েছে রয়টার্স।বছরের শুরুতে ট্রাম্প প্রায় সবকয়টি জনপ্রিয় সামাজিক মাধ্যমের সুযোগ হারান। এ বছর ৬ জানুয়ারি তার সমর্থকরা মার্কিন ক্যাপিটালে হামলা চালানোর পর টুইটার তাকে প্ল্যাটফর্ম থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে।ফেসবুক তার অ্যাকাউন্ট অন্তত ২০২৩ সাল পর্যন্ত স্থগিত করেছে। আর অ্যালফাবেট মালিকানাধীন ইউটিউব বলেছে, যতক্ষণ না তারা নিশ্চিত হচ্ছেন সহিংসতার ঝুঁকি কমে এসেছে, ততক্ষণ তিনি ওই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন না।ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম আনার পরিকল্পনা রয়েছে।

Share.