শুক্রবার, ডিসেম্বর ২৭

ডোনাল্ড লু’র চিঠি তফসিল ঘোষণায় প্রভাব ফেলবে না: জাহাংগীর আলম

0

ঢাকা অফিস: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দলকে দেওয়া চিঠি তফসিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব একথা বলেন। ভোট পিছিয়ে সংলাপের জন্য বসতে ডোনাল্ড লু’র পাঠানো চিঠিতে তফসিলে কোনো প্রভাব ফেলবে কিনা, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, অবশ্যই না। ডোনাল্ড লুর চিঠি সংলাপের কি না এই বিষয়ে কমিশন অবগত নয়। কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক আলোকে যেভাবে রোড ম্যাপ প্রস্তুত করেছে সেইভাবে কাজ করবে। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড লুর চিঠিতে শর্তহীন সংলাপের আহ্বানও জানানো হয়েছে।

Share.