শুক্রবার, জানুয়ারী ২৪

ড. ইউনূসের মামলায় সরকারের কোনো হাত নেই: আনিসুল হক

0

বাংলাদেশ থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ড. মুহাম্মদ ইউনূসের মামলায় সরকারের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘ড. ইউনুসের ব্যাপারে আমি স্পষ্ট করে বলতে পারি। প্রথম কথা হচ্ছে, ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (জাতীয় রাজস্ব বোর্ড) ইউনুসের বিরুদ্ধে মামলা করেছে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন তাঁর বিরুদ্ধে মামলা করেছে সুতরাং এগুলোতে সরকারের কোনো হাত নেই। ’ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন । আইনমন্ত্রী বলেন, ‘আপনারা যে নির্বাচন দেখেছেন, মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছেন, মানুষের অংশগ্রহণ দেখেছেন তা বিএনপি জানে। মানুষ এখন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কাজগুলোর দিকেই মনোযোগ দিচ্ছে। বিএনপি আন্দোলনের কথা বলবে, বাংলাদেশে গণতন্ত্র আছে, তারা আন্দোলন করার চেষ্টা করুক। ’

Share.