বুধবার, ডিসেম্বর ২৫

‘ ড. কামাল ও তার ইহুদি জামাতার বক্তব্যেই পরিস্কার হচ্ছে মুক্তিযুদ্ধে এই পরিবারটির ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল’

0

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে অবিলম্বে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ এবং সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানসহ সকল স্বাধীনতাবিরোধীদের কবর স্থানান্তরের দাবী জানিয়েছেন আওয়ামী লীগসহ ১৪ দলের নেতারা। তাঁরা বলেন, বিএনপির সুরে ড. কামাল হোসেন যে কদর্য ভাষায় কথা বলছেন, তাঁর ইহুদি জামাতা যেভাবে দেশবিরোধী কথা বলেই যাচ্ছে, তাতে জাতির সামনে পরিস্কার- এই পরিবারটি দেশের অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়া সহ্য করতে পারছে না। মুক্তিযুদ্ধে ড. কামাল হোসেনের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। দেশবাসী আর কোনদিন দেশবিরোধী, স্বাধীনতাবিরোধী ও গণতন্ত্রের লেবাসধারী জনবিচ্ছিন্ন ড. কামাল হোসেনসহ বিএনপি-জামায়াতকে মেনে নেবে না, ক্ষমাও করবে না। তাঁরা ভোট থেকে মানুষের সৃষ্ট দূরত্ব গণতন্ত্রের জন্য বিপদ ডেকে আনবে বলেও মন্তব্য করেন। প্রথমে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং পরে ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তাঁরা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী এইচ এন আশিকুর রহমান, এ্যাডভোকেট শামসুল হক টুকু, হুইপ সামশুল হক চৌধুরী, সরকারি দলের সাগুফতা ইয়াসমীন এমিলি, মোরশেদ আলম, আ কা ম সরওয়ার জাহান, বেগম খোদেজা নাসরিন আক্তার হোসেন ও স্বতন্ত্র দলীয় সংসদ সদস্য রেজাউল করিম বাবলু।  আলোচনায় অংশ নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ভোট প্রদান থেকে মানুষের দূরত্ব গণতন্ত্রের জন্য বিপদ ডেকে আনবে মন্তব্য করে বলেন, সিটি নির্বাচনে বিএনপি এসেছিল। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের মতো ভোটের দিন তাদের কোথাও দেখা যায়নি। নির্বাচনকে বানচাল করা, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে পেছনের দরজায় ক্ষমতায় যাওয়ার তারা কৌশল নিয়েছে। এটা সত্য যে, ওই নির্বাচনে ভোটাররা ভোট দিতে খুব কম এসেছে। আওয়ামী লীগ তথা চৌদ্দ দলের সমর্থকরাও ভোট দিতে আসেনি। ভোট থেকে মানুষের এই দূরত্ব গণতন্ত্রের জন্য বিপদ ডেকে আনবে। নির্বাচন তো বটেই, রাজনৈতিক দলগুলোকেও অপ্রাসঙ্গিক করে তুলবে। তিনি বলেন, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগেই তারা মরিয়া আক্রমণ করবে। ধর্মবাদী তো বটেই, ওই ষড়যন্ত্র বাস্তবায়নের ডান ও তথাকথিত বামও এক হচ্ছে। তিনি বলেন, পাকিস্তানী ভাবধারায় পাঠ্যপুস্তকে পরিবর্তন করা হচ্ছে। পাঠ্য বইয়ে হিন্দু লেখকদের লেখা তুলে দেয়া, গল্প-কথা-চিত্রে ধর্মভাবের প্রতিফলনের নতুন সব ব্যবস্থা আমাদের আতঙ্কিত করে। অর্থমন্ত্রী নিজেই বাইরে স্বীকার করেছেন যে, রপ্তানিসহ অর্থনীতির বিভিন্ন সূচক নেতিবাচক। আয় বৈষম্য চরম বিপদ্দজনক অবস্থায় পৌঁছে গেছে। অর্থনীতি অত্যন্ত নাজুক অবস্থায় পৌঁছেছে, সরকার ব্যাংক থেকে যে ঋণ নেওয়ার কথা, তা মাত্র ৬ মাসেই নিয়ে নিয়েছে। এক বছরে ২২ হাজার কোটি টাকার উপর ঋণ খেলাপি বেড়েছে। অর্থপাচারকারীর তালিকা প্রকাশ ও ব্যাংক লুটেরাদের সম্পদ বাজেয়াপ্তের দাবী জানিয়ে রাশেদ খান মেনন বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা সব কিছু বলতে পারে না, কিন্তু এসব বিষয়ে অবশ্যই সংসদে আলোচনা হওয়া উচিত। গত ১০ বছরে দেশ থেকে পাচার হয়ে ৫ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা দিয়ে অর্থমন্ত্রীর আগামী বছরের বাজেট হত। তাই ব্যাংক লুটেরাদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যুদ্ধাপরাধী সাঈদীর স্বপক্ষে ওয়াজকারী জনৈক আজাহারীকে নির্বিঘেœ মালয়েশিয়ায় চলে যেতে দেয়া হয়েছে, আর শরিয়ত বাউলকে আইসিটি আইনে গ্রেফতার করে জেলখানায় রাখা হয়েছে। রাষ্ট্র কী অতীতের মতো আবার মৌলবাদকে পোষকতা দিচ্ছে? না হলে আজাহারী দেশ ছেড়ে যেতে পারে না, খতমে নবুয়ত নতুন করে হুঙ্কার ছাড়তে পারে না। হেফাজত সমর্থন প্রত্যাহারের হুমকি দিতে পারে না। এরাই ক’দিন পরে পাকিস্তানী কায়দায় ব্লাসফেমী আইন প্রণয়ন করতে বলবে! মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, অনেকে বলে ড. কামাল হোসেন নাকি বাংলাদেশের সংবিধানের প্রণেতা। কিন্তু মুক্তিযুদ্ধের সময় তাঁর ভূমিকা ছিল রহস্যজনক। তাঁর ইহুদি জামাতা ডেভিড বার্গম্যানও অবধারিতভাবে ও সবসময় বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছেন। দেশের ধারাবাহিক সাফল্যে এই পরিবারটি যেন মেনে নিতেই পারছেন না। আর ড. কামাল হোসেন যে ভাষায় কথা বলেছেন, যে শব্দগুলো ব্যবহার করেছেন- তার তীব্র নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। জাতির পিতার নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রদানের জন্য সরকারের কাছে প্রস্তাব করে তিনি বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াতের রাজনীতি করার কোন অধিকার নেই। এখনও জামায়াতকে নিষিদ্ধ করতে পারিনি। অবশ্যই দলটিকে নিষিদ্ধ করতে হবে। তিনি লুই আই কানের অমর সৃষ্টি জাতীয় সংসদের মূল নকশা অক্ষুন্ন রাখতে অবৈধভাবে স্থাপিত জিয়াউর রহমানসহ সকল কবর স্থানান্তরের দাবী জানিয়ে বলেন, এখানে কয়েকজনের কবর রয়েছে, তারা কেউ-ই স্বাধীনতার পক্ষের লোক ছিল না। আমরা যে কোন হত্যাকে সমর্থন করি না, নিন্দা জানাই। এখানে জিয়াউর রহমানের কথিত কবর রয়েছে। কিন্তু আমরা যতদূর জানি হত্যাকারীরা তার লাশ পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছিল। এখন কার লাশ এনে দাফন করা হয়েছে তা জানা নেই। তাই লুই কানের অমর এই নকশা অক্ষুন্ন রাখতে সংসদ ভবন এলাকা মধ্যে থাকা জিয়াউর রহমানসহ সকলের কবর স্থানান্তরের জোর দাবী জানাচ্ছি। মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশ আজ সব সূচকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীসহ বিভিন্ন ওয়াজ মাহফিলে সরকারের বিরুদ্ধে নানা উস্কানীমূলক তৎপরতা চালাচ্ছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। দেশের বিস্ময়কর উন্নয়ন, অগ্রগতি দেখেই দেশের মানুষ দু’হাত ভরে আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করছে। ২১ বছর ক্ষমতায় থাকা বিএনপিসহ অন্য সরকারগুলো দেশের মানুষকে কিছুই দিতে পারেনি। সাবেক প্রতিমন্ত্রী এইচ এন আশিকুর রহমান বলেন, ষড়যন্ত্রকারীরা বসে নেই। তাদের ষড়যন্ত্র চলছে, চলবে। যারা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, দেশ ও দেশের নীতি-আদর্শকে বিশ্বাস করে না, তাদের এ দেশে রাজনীতি করার কোন অধিকার নেই। গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু গণতন্ত্রের নামে অন্ধকারের সিঁড়ি বেয়ে কোন অন্ধকারের সাম্প্রদায়িক শক্তি আবার ক্ষমতায় আসার চেষ্টা করবে, এটা কোনভাবেই কাম্য হতে পারে না। দেশবিরোধী তথাকথিত এসব গণতান্ত্রিক দলগুলোকে উচ্ছেদ করতেই হবে। সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ঢাকার দুই সিটিতে ভোট কম পড়েছে ঠিক, কিন্তু নির্বাচন নিয়ে কেউ কোন প্রশ্ন তুলতে পারেনি। বিএনপির অগ্নিসন্ত্রাস-নাশকতা-দুঃশাসন-গ্রেনেড হামলার কথা দেশের জনগণ ভুলে যায়নি। সেজন্য নির্বাচনে জিততে পারেনি, আগামীতেও পারবে না। খালেদা জিয়ার ভাষায় এখন ড. কামাল হোসেন সরকারকে টেনে হিঁচড়ে নামানোর হুমকি দেন। এই ড. কামালের কোন জনভিত্তি নেই, তাঁর কথা শুনলে মানুষ হাসে। হুইপ সামশুল হক চৌধুরী বলেন, বিশ্ব বেয়াদপ দুর্নীতিবাজ তারেক জিয়া লন্ডনে পলাতক থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাসহ পুরো আওয়ামী লীগকে নিঃশ্বেস করে দিতে চেয়েছিল যে অপরাধ খালেদা জিয়া ও তারেক রহমানরা করেছে- জাতি কোনদিন তাদের ক্ষমা করবে না। দু’জনই আদালতের রায়ে দন্ডিত আসামী। স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম লাবলু বলেন, দেশে হত্যা-ধর্ষণ-রাহাজানী বেড়েই চলেছে। সমাজের নৈতিক এই অবক্ষয়ের প্রকৃত কারণ অনুসন্ধান করতে হবে। কিছু বিদেশী গোষ্ঠীর মদদে এ দেশের কিছু ব্যক্তি ধর্মীয় উস্কানীমূলক বক্তব্যে দিয়ে দেশের ৯৫ ভাগ মুসলমানকে প্রশ্নবিদ্ধ করছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে যারা বক্তব্য রাখছে তাদের খুঁজে বের করুন, তালিকা প্রকাশ করুন। সাবেক হুইপ সাগুফতা ইয়াসমীন এমিলি বিএনপি-জামায়াত জোটের পাঁচ বছরের দুঃশাসনের কথা তুলে ধরে বলেন, ক্ষমতায় থাকতে তারা দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ বারবার আক্রমণ চালিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে এই স্বাধীনতাবিরোধী অপশক্তিরা। দেশের প্রতিটা ভাল কাজে তারা বাধা দেওয়ার চেষ্টা করছে। মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণ বন্ধ করতে খালেদা জিয়ারা একজন পুলিশকে পর্যন্ত হত্যা করেছে।

Share.