বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

ঢাকায় আত্মির বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত

0

ঢাকা অফিস: রাজধানীর খিলগাঁও খিদমা হাসপাতালের সামনে রাস্তাপারাপারে সময় দ্রুতগামী লরি ধাক্কা দিলে মোছাঃ বিলকিস আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত বারোটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী আব্দুর রউফ জানান, আমরা স্বামী স্ত্রী পায়ে হেঁটে যাওয়ার সময় আমার স্ত্রী খিদমা হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি লরি আমার স্ত্রীকে সজোরে ধাক্কা দেয় এতে আমার স্ত্রী গুরুতর আহত হন। পরে আমার স্ত্রীকে দ্রুত স্থানে একটি হাসপাতাল অবস্থায় অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েগেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি থাকার গাজীপুর জেলার শ্রীপুর থানার বালিয়াডাঙ্গা গ্রামের হাসান আলীর কন্যা সন্তান।নিহত এক ছেলে এক মেয়ের জননী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Share.