শুক্রবার, ডিসেম্বর ২৭

ঢাকার নাইটিঙ্গেল মোড়ে আজমেরি পরিবহনে আগুন

0

ঢাকা অফিস: রাজধানীর নয়াপল্টনের কাছে নাইটিঙ্গেল মোড়ে আজমেরি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা ৫৩ মিনিটে বাসটিতে আগুন দেয় দুর্বত্তরা। এ ঘটনায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুরের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে। তবে এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান জানান, আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি তারা। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের খুব দ্রুত আইনের আওতায় আনা হবে। বাসের চালক ও হেল্পার কাউকেই পাওয়া যায়নি এসময়।

Share.