ঢাকা অফিস:রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যে সারা দেশেই তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া কয়েক জেলায় মৃদু তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে সারা দেশে আগামী কয়েক দিন নেই বৃষ্টির পূর্বাভাস। রাজশাহী ও যশোরে আজ দেশের সর্বোচ্চ ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এছাড়া এদিন চট্টগ্রামের সীতাকুন্ডে দেশের সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।আবহাওয়া অফিস বলছে, ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষীপুর ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা এসব অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে। শুধু তাই নয়, এ সময় সারা দেশে তাপামাত্রা সামান্য বাড়তে পারে। সারা দেশে আগামীকাল শুক্রবার (২৮ মার্চ) রাতের তাপমাত্রাও বাড়তে পারে। তবে সংস্থাটি বলছে, সারা দেশে আগামী শনিবার (২৯ মার্চ) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন রোববারও (৩০ মার্চ) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
ঢাকাসহ কয়েকটি জেলায় আবহাওয়া অফিসের সতর্কবার্তা
0
Share.