ঢাকা অফিস: দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৭ জুলাই) সকাল ৯টা ১৬ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পটির মাত্রা কত ছিল তা জানা যায়নি।রাজধানী ঢাকাসহ দিনাজপুর, রংপুর, সিলেটে, কুড়িগ্রাম, গাইবান্ধা, ময়মনসিংহ, হিলিতে, রাজশাহী, লালমনিহাট, শেরপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা জহিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ঢাকা, রংপুর ও সিলেটের কিছু অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ভারতের আসামে। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।তবে রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে জানান, রিখটার স্কেলে এর মাত্রা ৫.৩।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত
0
Share.