মঙ্গলবার, ডিসেম্বর ২৪

ঢাকাসহ সারাদেশে ঈদের ছুটিতে স্বাস্থ্য ব্যবস্থা ব্যাহত হয়‌নি: ডা. সামন্ত লাল

0

ঢাকা অফিস: ঢাকাসহ সারা‌দে‌শে ঈদের ছু‌টি‌তে স্বাস্থ‌্য ব‌্যবস্থা ব্যাহত হয়‌নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, ঢাকাসহ সারা‌দে‌শে ঈদের ছু‌টি‌তে স্বাস্থ‌্য ব‌্যবস্থা ব্যাহত হয়‌নি। প্রতি‌টি হাসপাতা‌লে ডাক্তার‌দের থাকা খাওয়ার ব‌্যবস্থা রাখা হ‌য়ে‌ছিল। আজ শনিবার (১৩ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা পরিদর্শন শেষে কথা এসব কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। সামনে ডেঙ্গুর প্রকোপ সামাল দিতে মন্ত্রণালয় প্রস্তুত আছে জানিয়ে তিনি বলেছেন, ডেঙ্গু প‌রি‌স্থি‌তি সামাল দি‌তে স্বাস্থ‌্য মন্ত্রণালয় বদ্ধপ‌রিকর। সারা‌দে‌শে স‌্যালাই‌নের কো‌নো অভাব হবে না। এসময় তিনি জানান, ডেঙ্গু‌তে কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায়, সে‌দি‌কে স্বাস্থ‌্য বিভাগ নজর রাখ‌বে।

Share.