বুধবার, জানুয়ারী ২২

ঢাকায় একই পরিবারের ৩ জনের লা’শ উদ্ধার

0

ঢাকা অফিস: রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকায় থেকে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার (১৯ জুন) সকালে ওয়ারী ডিভিশনের ডিসি শাহ ইফতেখার আহামেদ জানান, এই ঘটনায় আরও একজনকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতরা হলেন- মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী ইসলাম (৪০) ও মেয়ে জান্নাতুল (২০)।কদমতলী থানার ওসি মীর জামাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষ ও নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে বলা যাবে।

Share.