ঢাকায় মশার প্রাদুর্ভাব কমেছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে: স্থানীয় সরকারমন্ত্রী

0

ঢাকা অফিস: এবার ঢাকায় কিউলেক্স মশা ও এডিস মশার প্রাদুর্ভাব কমেছে। ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।আজ শনিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ঢাকা ওয়াসা ভবনে আয়োজিত সরকারি-বেসরকারি ব্যাংককে ঢাকা ওয়াসা কর্তৃক ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ বিতরণ শেষে এমন মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, সবার অংশগ্রহণে রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে। নগরবাসীর অংশগ্রহণ ও সচেতনতা এবং সবার সমন্বিত উদ্যোগে এখন পর্যন্ত মশা নিয়ন্ত্রণে রয়েছে। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা ঠিক করতে ঢাকার দুই সিটি করপোরেশনকে নিয়ে আগামী সপ্তাহে বৈঠক করা হবে।

Share.