ঢাকা অফিস : ঢাকায় সকাল থেকে আকাশ মেঘলা ছিল। দুপুর সাড়ে ১২টায় আধাঘণ্টা হালকা বৃষ্টি হয়। এরপর দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত শুরু হয় ভ্যাপসা গরম, এতে মানুষ হাপিয়ে ওঠে। ফের বিকাল সাড়ে ৩টার পর বৃষ্টি শুরু হলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন নগরবাসী। সন্ধ্যায় ঢাকার আশেপাশের এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি।গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে খেপুপাড়ায় ৩৭ মিলিমিটার। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে আজ ঢাকায় ৩৫.৫, ময়মনসিংহে ২৯.৮, চট্টগ্রামে ৩৩.৮, সিলেটে ৩০, রাজশাহীতে ৩১.৫, রংপুরে ২৯.৮ এবং বরিশালে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
ঢাকায় স্বস্তির বৃষ্টি
0
Share.