বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

ঢাকা কিনলো মাশরাফিকে

0

স্পোর্টস ডেস্ক: রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর ‘বঙ্গবন্ধু বিপিএল’ এর প্লেয়ার্স ড্রাফট। এ প্লাস ক্যাটাগরির মাশরাফি বিন মর্তুজাকে দলে ভিড়িয়েছে ঢাকা প্লাটুন্স। আসরের সাতটি দলের কেউই অবশ্য প্রথম দিকে মাশরাফিকে নিয়ে আগ্রহ দেখায়নি। তাই প্রথম চার রাউন্ডেই অবিক্রিত থেকেছেন দেশসেরা এ অধিনায়ক। পঞ্চম রাউন্ডে এসে থাকে কিনে নেয় ঢাকা। দেশি এ প্লাস ক্যাটাগরির তামিম ইকবালও আছেন ঢাকাতে। মুশফিকুর রহিমকে কিনেছে খুলনা। আর মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে।

Share.