ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু

0

ঢাকা অফিস: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি সম্রাট হোসেন (২৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত আড়াইটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক ও কারারক্ষীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতী হিসেবে বন্দি ছিলেন তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। তখন পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জানা গেছে, তার বাবার নাম মজিবর রহমান। হাজতি নম্বর ৩৬২৫৬/২৩।

Share.