বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে বাড়তি ভাড়া আদায়

0

ঢাকা অফিস: গাজীপুরের কালিয়াকৈরে শিল্প কারখানা ছুটি ঘোষণায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রীদের চাপ বেড়েছে। এ সময় গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।সোমবার (১৯ জুলাই) সকালে ওই মহাসড়কে এই দৃশ্য দেখা যায়। এদিকে হাইওয়ে পুলিশের নজর নেই বললে চলে।সরেজমিনে দেখা গেছে, গাজীপুরের কালিয়াকৈর শিল্প-কারখানা ছুটি ঘোষণায় সোমবার (১৯ জুলাই) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রীদের চাপ বেড়েছে। তবে মহাসড়কে গাড়ি কম থাকায় ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ট্রাক, মোটরসাইকেল যোগে মানুষ যেভাবে পারছে বাড়ি যাচ্ছে।এদিকে মহাসড়কে দূরপাল্লার গাড়িতে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে মহাসড়কে পশুবাহী ট্রাকের চাপ বাড়ছে। এ সময় হাইওয়ে পুলিশের কোন তৎপরতা নেই বললেই চলে।

বাড়ি যাবার অপেক্ষায় বসে থাকা কামাল হোসেন আরটিভি নিউজকে জানান, সকাল থেকে চন্দ্রায় বসে আছি বাড়ি যাবো বলে। কিন্তু গাড়ি পাচ্ছি না। আবার গাড়ি পেলে ভাড়া বেশি চায়।সালনা হাইওয়ে (কোনাবাড়ি থানা) পুলিশের ওসি গোলাম মীর ফারুক  জানান, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় আছে। কেউ যদি যাত্রীদের হয়রানি করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share.