বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ প্রার্থী ফজলে নূর তাপস নির্বাচিত

0

ঢাকা অফিস: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচনের ১১৫০টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস ৪,২৪,৫৯৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ২,৩৬,৫১২ ভোট। এর আগে ইভিএম বিভ্রাট, সাংবাদিক মারধর, কোথাও কোথাও সংঘর্ষ, বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগসহ নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। মধ্যে রাতে ১১৫০টি কেন্দ্রের বেসরকারি ফল এরইমধ্যে ঘোষণা করা হয়েছে। শনিবার বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা টানা বিকেল ৪টা পর্যন্ত চলে।

Share.