বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

ঢাকা দক্ষিণে বিএনপির প্রার্থী ইশরাক, উত্তরে তাবিথ

0

ঢাকা অফিস: আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) প্রার্থী করা হয়েছে তাবিথ আউয়াল ও দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) প্রকৌশলী ইশরাক হোসেনকে। প্রার্থী চূড়ান্ত করার এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাতে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘দলের স্থায়ী কমিটিতে আলোচনা করে দুজনকে চূড়ান্ত করা হয়েছে। প্রার্থী দুজনেই উচ্চ শিক্ষিত। তারা বয়সেও তরুণ। আশা করছি তারা মানুষের কাছাকাছি যেতে পারবেন এবং তরুণ সমাজের কাছে গ্রহণযোগ্যতা পাবেন। এর আগে, শনিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটার দিকে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। ওই বৈঠকে মেয়রপ্রার্থী বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, তাবিথ আউয়াল ও প্রকৌশল ইশরাক হোসেন সাক্ষাৎকার দেন।

উল্লেখ্য, ইশরাক হোসেন অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার ছেলে এবং তাবিথ আউয়াল বিএনপির ভাইস চেয়ারম্যান শিল্পপতি আবদুল আউয়াল মিন্টুর ছেলে। তাবিথ আউয়াল বিএনপির প্রার্থী হিসেবে গত ডিএনসিসি নির্বাচনে অংশ নেন। নির্বাচনের দিন বাংলাদেশ সময় দুপুরে ভোট গ্রহণে নানা অভিযোগের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ায় বিএনপি। তারপরও উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছিলেন তাবিথ আউয়াল। ডিএনসিসি’র ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয় লাভ করেন আওয়ামী লীগের প্রার্থী আনিসুল হক।

Share.