বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগে জয় দিয়ে শুরু করেছে প্রাইম দোলেশ্বর

0

স্পোর্টস ডেস্ক:ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগে জয় দিয়ে শুরু করেছে প্রাইম দোলেশ্বর।  ওপেনার সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে এই দারুণ জয় পায় তারা। তারা ছয় উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে।আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ে নামে প্রাইম দোলেশ্বর। শেখ জামালকে মাত্র ১২৩ রানে গুটিয়ে দেয় তারা।দলীয় মাত্র ১১ রানে তিন উইকেট হারায় শেখ জামাল। শুরুর ধাক্কাটা পরবর্তীতে সামাল দিয়ে উঠতে পারেনি তারা। অধিনায়ক নুরুল হাসানের ঝড়ো ব্যাটিংয়ে মামুলি সংগ্রহ পায় শেখ জামাল। ২৪ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৪২ রান করেন তিনি। ইমরুল কায়েস ২৭ রান করেন। প্রাইম দোলেশ্বরের হয়ে রেজা তিনটি ও শফিকুল ইসলাম দুই উইকেট পান।সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি প্রাইম দোলেশ্বরকে।দুই ওপেনার ইমরান উজ্জামান ও সাইফ হাসান ভালো সূচনা এনে দেন। মারমুখী মেজাজে ছিলেন সাইফ। ৩৩ বলে সাতটি চার ও তিনটি ছক্কায় ৬০ রান করেন তিনি। ২০ রানে আউট হন ইমরান।পরে ফজলে মাহমুদ ২১, মার্শাল আইয়ুব ১২ রান করেন।এই জয়ে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে প্রাইম দোলেশ্বর দ্বিতীয় স্থানে রয়েছে। ১৩ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট শেখ জামাল আছে চতুর্থ স্থানে।

সংক্ষিপ্ত স্কোর: শেখ জামাল : ২০ ওভারে ১২৩/৯ (আশরাফুল ৪, ইমরুল ২৭, ইলিয়াস সানি ১০, সোহান ৪২, এনামুল ১৩, ইবাদত ২*; শফিকুল ৪-০-১১-২, শরিফউল্লাহ ৪-০-১৮-১, কামরুল রাব্বি ৪-০-৪৪-১, ফরহাদ রেজা ৩-০-১৫-১, সাইফ ১-০-৮-১, রেজাউর ৪-০-২৫-৩)।প্রাইম দোলেশ্বর : ১৭.৪ ওভারে ১২৬/৪ (ইমরান ২০, সাইফ ৬০, ফজলে মাহমুদ ২১, মার্শাল ১২, শামীম ৫*, শরিফউল্লাহ ৫*; ইলিয়াস সানি ২-০-২৬-০, সোহরাওয়ার্দী ৪-০-২০-২, আশরাফুল ২-০-৭-২)।

ফল : প্রাইম দোলেশ্বর ৬ উইকেটে জয়ী।

Share.