ঢাকা অফিস: ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভোল্ট থেকে চার কোটি টাকা উধাও হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ওই শাখারই ক্যাশ ইনচার্জসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- ঢাকা ব্যাংকের ক্যাশ ইনচার্জ সিনিয়র অফিসার রিফাতুল হক ও ম্যানেজার অপারেশন ইমরান আহমেদ। শুক্রবার (১৮ জুন) সকালে বংশাল থানার ডিউটি অফিসার মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।মাসুম বিল্লাহ বলেন, দুজনকে গ্রেপ্তারের পর আজকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।বংশাল থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম ভূঁইয়া বলেন, এ বিষয়ে একটি মামলা হবে। পরে মামলাটি দুদকে চলে যাবে এবং আসামিদেরও আমরা দুদকে হস্তান্তর করে দেব। বিষয়টি দুদক তদন্ত করে দেখবে।বৃহস্পতিবার রাতে টাকা উধাওয়ের বিষয়টি বুঝতে পেরে রাতেই ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভোল্ট থেকে চার কোটি টাকা উধাও
0
Share.