ঢাকা মেডিকেলে মোবাইল চুরির সময় চার নারী আটক

0

ঢাকা অফিস: ঢাকা মেডিকেলের বহির বিভাগে রোগীদের মোবাইল চুরির সময় চার নারী আটক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বহির্বিভাগ থেকে মোবাইল চুরির সময় চার নারীকে আটক করেছে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা। মঙ্গলবার এই ঘটনাটি ঘটে। ওই চার নারীকে আটক করার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার(পিসি) উজ্জ্বল ব্যাপারী বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বহির বিভাগ চিকিৎসা নিতে আসা রোগীদের ও তাদের স্বজনদের কাছ থেকে কৌশলে মোবাইল চুরি করতেন আটক চার নারী, তিনি আরো জানান,আজ মোবাইল চুরি করার সময় এক নারীকে হাতেনাতে ধরে ফেলে আমাদের আনসার সদস্যরা। পরে ওই নারীকে জিজ্ঞাসাবাদের পর সিসি ফুটেজ দেখে আরো আমরা ধরে ফেলি, পরে এই বিষয়টি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হককে জানানো হলে।তিনি হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়াকে বিষয়টি সম্পর্কে অবগত হয় বলে জানান তিনি। পরে শাহবাগ থানা কে খবর দিলে শাহবাগ থানায় আসলে পরিচালক স্যারের রুম থেকে চার নারীকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি

Share.