ঢাকা অফিস: নির্বাচনী কোন আচরণবিধি লঙ্ঘন করছেন না বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। আজ রবিবার বাংলাদেশ সময় সকালে রাজধানীর উত্তরায় নির্বাচনী প্রচারণা অফিস উদ্বোধন ও মিলাদ মাহফিলে তিনি এ দাবি করেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আতিকুল বলেন, তিনি কোন ব্যানার বা ফেস্টুন ব্যবহার করেননি এবং নির্বাচনে ভোট ও দোয়া চাননি। শুধু দাওয়াত অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আতিকুল ইসলাম জানান, আগামী ১০ জানুয়ারির পর নির্বাচনী প্রচারণায় নামবেন তিনি। প্রধানমন্ত্রীর অঙ্গিকার দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে ঢাকা সিটি করপোরেশন দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন্ নগরী তৈরিতে কাজ করার কথা বলেন আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য সংসদ সদস্য সাহারা খাতুনসহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে দেশের কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।
ঢাকা সিটি নির্বাচনে আগামী ১০ জানুয়ারির পর প্রচারণায় নামবেন আতিকুল
0
Share.