বাংলাদেশ থেকে ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে এক তরুণীকে ধর্ষণের মামলায় পুলিশ কনস্টেবল মো. সাদ্দাম হোসেনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি উপজেলার অচিন্তপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের আমির আলীর ছেলে। রবিবার ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রাফিজুল ইসলাম এ পরোয়ানা জারি করেন। মামলার বিবরণে জানা গেছে, সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে বাদীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ২০২১ সালের ২১ মে ওই নারীকে ধর্ষণ করেন। বিয়ের কথা বলে ও হত্যার ভয় দেখিয়ে ওই বছরের ২ জুলাই ফের ধর্ষণ করেন। এরপর থেকে বাদী বিয়ের কথা বললে তিনি এড়িয়ে যান। সত্যতা নিশ্চিত করে আদালতের পেশকার মো. সাঈদ বলেন, আদালত ঘটনাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দেন। এর আগে ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগী বাদী হয়ে গত বছরের বিগত ২২ অক্টোবর আদালতে মামলা দায়ের করেন। তিনি আরও জানান, চলতি বছরের গত ২৩ জুন তদন্ত শেষ করে একটি প্রতিবেদন জমা দেয় পিবিআই । এতে অভিযোগের সত্যতা পাওয়ায় রবিবার ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রাফিজুল ইসলাম কনস্টেবলের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার বাদীর আইনজীবী মতিউর রহমান ফয়সাল জানান, বাদীনির সাথে প্রতারণার আশ্রয় নিয়ে ও বিয়ের আশ্বাসে কনস্টেবল সাদ্দাম যে ধর্ষণ করেছেন তার সত্যতা পেয়েছেন আদালত। এরপরই আদালত পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। আদালত নিশ্চয়ই ন্যায় বিচার নিশ্চিত করবেন।
তরুণীকে ধর্ষণের মামলায় পুলিশ কনস্টেবলের নামে গ্রেপ্তারি পরোয়ানা
0
Share.