বুধবার, জানুয়ারী ২২

তরুণ-তরুণীদের বিয়ের জন্য ৮ কোটি টাকা দিলেন সৌদি যুবরাজ

0

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবরে যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিয়ের তহবিল হিসেবে ২০০ তরুণ-তরুণীকে প্রায় সাড়ে আট কোটি টাকা দিয়েছেন। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এতিম এবং শারীরিকভাবে অক্ষম মানুষদের বিশেষ পরিস্থিতিতে নিজস্ব তহবিল থেকে এই অর্থ দিয়েছেন সালমান।যুবরাজ সালমান গত কয়েক বছর ধরে সৌদি আরবে নানা ধরনের পরিবর্তন আনার চেষ্টা করে আলোচনায় এসেছেন। নারী অধিকার নিয়ে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হলেও সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে তার নাম আসায় বিপাকে পড়েন।এর আগে ২০১৯ সালে সালমান একইভাবে ৫২০ মিলিয়ন সৌদি রিয়াল দান করেন। সেবার দেশজুড়ে ২৬ হাজার মানুষকে তহবিলের আওতায় রাখেন তিনি। পিছিয়ে পড়া ওই মানুষেরা অর্থনৈতিক সচেতনতা বিষয়ক কোর্স করারও সুযোগ পান।

Share.