শুক্রবার, ডিসেম্বর ২৭

তরুণ-তরুণীর অদ্ভুত রোম্যান্স, ফের বিতর্কে দিল্লির মেট্রোরেল

0

ডেস্ক রিপোর্ট: ফের বিতর্কে দিল্লির মেট্রোরেল। এবার মেট্রোতে এক তরুণ-তরুণীর অদ্ভুত রোম্যান্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তরুণীকে কোল্ড ড্রিঙ্কস খাইয়ে একে অন্যের মুখে ছুড়ে দিচ্ছে সেই পানীয়। তাও আবার প্রকাশ্য মেট্রোয়! দিল্লি মেট্রোতে এক দম্পতির অন্তরঙ্গ অভিনয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিতর্কে ছয়লাপ। যদিও ইন্ডিয়া টুডে এই ভিডিওটি কখন রেকর্ড করা হয়েছিল তা নিশ্চিত করতে পারেনি। তবে এটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে তরুণ-তরুণীকে ক্যান থেকে চুমুক দিতে এবং তারপরে একে অন্যের মুখে ছুড়ে দিতে দেখা যায়। ভিডিওটি শেয়ার করা হয় এক্স অ্যাকাউন্টে। ক্যাপশনে প্রশ্ন করা হয়, ‘দিল্লি মেট্রো কি এখনও বন্ধ করা উচিত? নাকি এটি বিনোদনের জন্য আদর্শ স্থান?’ দিল্লি মেট্রোরেল কর্পোরেশন (ডিএমআরসি) সক্রিয়ভাবে সোশ্যাল মিডিয়ায় সচেতনতা বাড়াচ্ছে। ডিএমআরসি জানিয়েছে, ‘সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। আমরা বার বার যাত্রীদের কাছে আবেদন করেছি।’ সম্প্রতি দিল্লি মেট্রো সিস্টেমের মধ্যে যথাযথ আচরণ এবং সতর্কতার প্রয়োজনীয়তা সম্পর্কে উদ্বেগ বাড়িয়েছে।

Share.