বুধবার, জানুয়ারী ২২

তরুণ সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তী আর নেই

0

বিনোদন ডেস্ক: করোনায় প্রাণ হারালেন তরুণ শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বর্ণ চক্রবর্তীর। গতকাল রাত ১০ টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।এর আগে গত ৭ দিন ধরেই লাইফ সাপোর্টে ছিলেন বর্ণ চক্রবর্তী। তবে তার অবস্থার উন্নতি হয়নি। লাইফ সাপোর্টে থাকলেও তার অক্সিজেন স্যাচুরেশন কমছিলো। অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।প্রসঙ্গত, অনেক গুণী শিল্পীদের জন্য গান সুর-সংগীত করেছেন বর্ণ চক্রবর্তী। পাশাপাশি নির্মাণ করেছেন অনেক মিউজিক ভিডিও। গেলো এপ্রিলে প্রকাশ পায় তার প্রথম একক অ্যালবাম ‘বোকা পাখি’।

Share.