স্পোর্টস ডেস্ক:উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার (৭ এপ্রিল) রাতে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাতটায় তিনি দেশটিতে পৌঁছেছেন।তামিমের পরিবার সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, সেখানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।তামিম সিঙ্গাপুরের ফ্যারারপার্ক হাসপাতালে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মরিস চু-এর শরণাপন্ন হবেন বলে জাগা গেছে।হার্ট অ্যাটাকের পর প্রায় মৃত্যুমুখে চলে গিয়েছিলেন দেশসেরা এই ওপেনার। সেখান থেকে অলৌকিকভাবে ফিরে এসেছেন তিনি। সাভারের কেপিজে হাসপাতালের ডাক্তারদের চিকিৎসায় কিছুটা সুস্থ হওয়ার পরই তামিমকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনদিন থাকার পর বাড়ি ফিরেন তামিম।পবিত্র ঈদুল ফিতরের আগেই জানা গিয়েছিল, বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে বিদেশে যাবেন তামিম। সেটা হতে পারে থাইল্যান্ড, সিঙ্গাপুর কিংবা লন্ডন। অবশেষে সিঙ্গাপুরেই নেওয়া হচ্ছে হলো তাকে।
তামিম সিঙ্গাপুরে পৌঁছেছেন, জানা গেছে তার সর্বশেষ অবস্থা
0
Share.