বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

তারকাদের নিয়ে নির্বাচনী প্রচারে আতিকের স্ত্রী

0

ঢাকা অফিস: তারকাদের নিয়ে ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের স্ত্রী ডা. শায়লা সাগুফতা প্রচারণা চালিয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশান ২ নম্বর ডিসিসি মার্কেট থেকে এই প্রচারণা শুরু হয়। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও নাট্যজন তারানা হালিম, অভিনেত্রী বাঁধন, অভিনেতা রিয়াজ, সাজু খাদেমসহ অনেকে। প্রচারণাকালে শায়লা সাগুফতা বলেন, ‘আমরা আশা করি জনগণ নৌকার পক্ষে ভোট দেবেন। আমরা ভালো কাজ করেছি। ৯ মাস আতিকুল ইসলাম নিরলস কাজ করে গেছেন। তিনি আপ্রাণ চেষ্টা করেছে নগরবাসীর সেবা করতে। আশা করি ঢাকাবাসী আবারও নৌকায় ভোট দিয়ে কাজ করার সুযোগ করে দেবেন।’ তারানা হালিম বলেন, ‘নৌকার পক্ষে প্রচার করছি। আতিক ভাইয়ের একটি ভালো ইমেজ আছে। তিনি আনিসুল হকের সব কর্মকাণ্ড এগিয়ে নিয়ে গেছেন। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। তারা নিশ্চয়ই বিএনপির প্রার্থীকে ভোট দেবে না। তারা দেশের অর্থ বিদেশে পাচার করে, ভোটযুদ্ধে যারা মাঝপথে হার মেনে বসে যায়। বিএনপির প্রার্থী এবারও শেষ পর্যন্ত থাকবেন কিনা তার নিশ্চয়তা নেই। এ অবস্থায় একজন স্থিতিশীল প্রার্থী, যিনি ৯ মাস কাজ করেছেন, কোনও দুর্নাম হয়নি। এমন প্রার্থীকেই ঢাকাবাসী বেছে নেবেন।’ অভিনেতা রিয়াজ বলেন, ‘সাধারণ মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই কারণ তারা বুঝে গেছে তাদের জন্য এমন মেয়র প্রয়োজন, যার কাছে তারা সারাক্ষণ পৌঁছাতে পারবে। যে মেয়র জনগণের কাছে থাকবে, এরকম একজন নৌকার পক্ষে দাঁড়িয়েছে। বিশ্বাস করি ঢাকাবাসী আগামী ১ ফেব্রুয়ারি নৌকায় ভোট দিয়ে আতিক ভাইকে জয়যুক্ত করবেন।’ গুলাশান ডিসিসি মার্কেট থেকে গুলশান-১ হয়ে আশেপাশের বিভিন্ন এলাকায় পিকআপ ভ্যানে চড়ে বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলির মাধ্যমে ভোট চান তারকারা। এসময় আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.