মঙ্গলবার, ডিসেম্বর ২৪

তারা যেই মঞ্চেরই হোক, তাদের বিচারের আওতায় আনা হবে: নানক

0

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি নুরুল হক নুরকে দেখতে গেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করা হবে। তারা যেই মঞ্চেরই হোক, তাদের বিচারের আওতায় আনা হবে।’ রবিবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। নানক বলেন, ‘ঢাবিকে যারা অস্থিতিশীল করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই ঢাবির পরিবেশ নষ্ট হতে দেওয়া যাবে না।’ তিনি আরও বলেন, ‘ভিপি নুরের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে ঢামেক হাসাপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছি।’ প্রসঙ্গত, রবিবার (২২ ডিসেম্বর)  বাংলাদেশ সময় দুপুরে ঢাবির ডাকসু ভবনের নিজ কার্যালয়ে হামলার শিকারকার হন ভিপি নুরুল হক নুর ও তার সহকর্মীরা।

Share.