শুক্রবার, ডিসেম্বর ২৭

তারেকের নেতৃত্বে বিএনপি এখন সন্ত্রাসী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে: তথ্যমন্ত্রী

0

ঢাকা অফিস: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি হরতাল ডেকে দেশে তাদের পুরোনো জ্বালাও পোড়াও এর রাজনীতিতে ফিরে এসেছে। আগামী তিনদিন বিএনপি অবরোধ ডেকেছে শুধুমাত্র দেশে নৈরাজ্য সৃষ্টি, চোরাগুপ্তা হামলার জন্য। তাদের এই অবরোধ সফল হবে না। জনগণ এসব অবরোধ মানে না। আজ সোমবার সচিবালয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বিএনপি এখন আর রাজনৈতিক দল নাই, তারা একটি সন্ত্রাসী দল হিসেবে পরিচিত হয়েছে। যারা প্রধান বিচারপতির বাড়িতে, পুলিশ হাসপাতাল, সরকারি স্হাপনায় হামলা চালায়, তারেকের নেতৃত্বে সেই বিএনপি এখন সন্ত্রাসী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। সেই দলের সাথে আলোচনার কোনো প্রশ্নই আসে না। আওয়ামী লীগ আলোচনা বা সংলাপে অবশ্যই যাবে, তবে সেই দলকে গণতন্ত্রে বিশ্বাসী হতে হবে। বিএনপি এখন আর সেই জায়গায় নেই।

Share.