তারেক রহমান যতদিন বিএনপির নেতৃত্বে থাকবে ততদিন বিএনপিকে ঠেকাতে আওয়ামী লীগকে লাগবে না: কাদের

0

ঢাকা অফিস: তারেক রহমান যতদিন বিএনপির নেতৃত্বে থাকবে ততদিন বিএনপিকে ঠেকাতে আওয়ামী লীগকে লাগবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে এবং সাংগঠনিক বিষয়ে খুলনা বিভাগীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান যত দিন বিএনপির নেতৃত্বে থাকবে ততদিন দলটি ভুলের চোরাবালিতে আটকে থাকবে। লন্ডনে বসে যে আন্দোলনের ডাক আসে তাকে বিএনপির কর্মীরাও বলে ফেইক আন্দোলন। ১৭ই এপ্রিল বাংলাদেশের জন্মের চেতনা উল্লেখ করে কাদের বলেন, সংকট একেবারেই কেটে যায়নি, গ্লোবাল ক্রাইসিসের প্রভাব সর্বত্র আছে। তবে বাংলাদেশ ভয়াবহ কোন সংকটে পরবে না।

Share.