শুক্রবার, ডিসেম্বর ২৭

‘তালাক’ দেওয়ায় নারী ও তার শিশুপুত্রের ওপর অ্যাসিড নিক্ষেপ

0

ঢাকা অফিস: ময়মনসিংহে এক নারী ও তার শিশুপুত্রের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা হলেন- রূপালী আক্তার রূপা (২৫) ও রোহান (৫)। এ ঘটনায় ওই নারীর সাবেক স্বামী হাফিজুর রহমানকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় নগরীর সারদা ঘোষ রোড এলাকয় এ ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অ্যাসিড নিক্ষেপের শিকার হওয়া ওই নারীর মুখমন্ডল, হাত ও বুকের কিছু অংশ এবং শিশুটির বাম চোখ, হাত ও পিঠের অংশ পুড়ে গেছে। তিনি জানান, প্রাথমিক অবস্থায় জানা গেছে, প্রায় এক বছর আগে তারা দাম্পত্য জীবনের অবসান ঘটান। সেই থেকেই তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরেই সাবেক স্বামী অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে।

Share.