বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

তালেবান সরকারকে স্বীকৃতি নয়, তবে যোগাযোগ থাকবে : যুক্তরাজ্য

0

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানে তালেবানের সরকারকে স্বীকৃতি দেবে না যুক্তরাজ্য। তবে পরিস্থিতি বিবেচনায় নিয়ে আফগানিস্তানের নতুন সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটি জানানো হয়।পাকিস্তান সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বলেন, যুক্তরাজ্য তালেবানকে নতুন সরকার হিসেবে স্বীকৃতি দেবে না। তবে নতুন বাস্তবতা মেনে নিতে হবে। আফগানিস্তানের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ুক, সেটা আমরা চাই না।ডোমিনিক রাব বলেন, তালেবানের সহযোগিতা না থাকলে আমরা কাবুল থেকে ১৫ হাজার মানুষকে ফিরিয়ে আনতে পারতাম না। সরাসরি এক ধরনের যোগাযোগ এবং তাদের সঙ্গে কোনোভাবে সংযোগ রক্ষার গুরুত্ব রয়েছে বলে আমরা মনে করি।আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার তিন সপ্তাহ হতে যাচ্ছে। এখনও নতুন সরকার ঘোষণা করেনি তারা। তবে, গতকাল বৃহস্পতিবার তালেবানের পক্ষ থেকে জানানো হয়, সরকার গঠনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। আগেই অবশ্য চারজন মন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে।সংবাদমাধ্যমগুলোর খবরে আজ শুক্রবার তালেবানের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা করা হতে পারে বলে উল্লেখ করা হয়।তালেবান বাহিনী গত ১৫ আগস্ট কাবুল দখল করে নেওয়ার মধ্য দিয়ে আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। পূর্ব চুক্তি অনুযায়ী ৩১ আগস্ট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের। একই সঙ্গে আফগানিস্তানে আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় তালেবানের।

Share.