তাসকিনের উইকেটের ফিফটি

0

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের দ্রুততম বোলার তাসকিন আহমেদ। যদিও গত তিন বছর ধরেই ছিলেন দলের অনিয়মিত খেলোয়াড়। তবে নিউজিল্যান্ড সফর দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন এই পেসার।ওই সফরে পেয়েছিলেন দুটি উইকেট। তাতে মোট ৪৮ উইকেট হয়েছিল ওয়ানডেতে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডের প্রথম দুই ম্যাচ খেললেও কোনো উইকেট পাননি। তবে আজ তৃতীয় ম্যাচে লঙ্কান ওপেনার ধানুষ্কা গুনাথিলাকা ও পান্থুম নিষাঙ্কাকে ফিরিয়ে পূর্ণ করেন পঞ্চাশ উইকেট।পঞ্চাশ উইকেট পূর্ণ করতে তাসকিনের খেলতে হয়েছে ৩৯ ম্যাচে ৩৮ ইনিংস। এই সংস্করণে বাংলাদেশের হয়ে তার চেয়ে কম ইনিংসে ৫০ উইকেট পেয়েছেন কেবল মোস্তাফিজুর রহমান (২৭ ম্যাচ)। এছাড়া আব্দুর রাজ্জাকের লেগেছিল ৩২ ম্যাচ। পঞ্চাশ উইকেট নেয়াদের মধ্যে রয়েছেন সৈয়দ রাসেল (৩৯), মাশরাফী বিন মোর্ত্তজা (৪১) ও সাকিব আল হাসান (৫০)।

Share.