তিনদিনে বাংলাদেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত-৪৭

0

ঢাকা অফিস: গত তিনদিনে আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ অনুযায়ী পবিত্র ঈদ-উল-আজহার ছুটিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪৭ জন নিহত এবং প্রায় অর্ধশত আহত হয়েছেন। নিহতদের মধ্যে পৃথক দুর্ঘটনায় টাঙ্গাইলে ১০ জন, চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় স্বামী-স্ত্রীসহ ৬ জন, গাজীপুরে বাবা-মেয়েসহ ৪ জন, নোয়াখালীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে ৩ জন, কুমিল্লায় সাংবাদিকসহ ৭ জন এবং নওগাঁ, সিলেট, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুষ্টিয়া ও মানিকগঞ্জে পাঁচ মোটর সাইকেল আরোহী, বরিশাল, ভোলা, মাদারীপুর, দিনাজপুর, চট্টগ্রাম, জামালপুর, নেত্রকোনা ও ফরিদপুরে একজন করে নিহত হয়েছেন। এদের মধ্যে শিশু, নারী, বাইকার ও পুলিশ সদস্য রয়েছেন। টাঙ্গাইলের ধনবাড়ী, মির্জাপুর, কালিহাতী, সদর ও ঘাটাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। ঈদের ছুটির মধ্যে সড়ক ও মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোরের নলডাঙ্গা থানার কাঠুয়াজানি গ্রামের কুদ্দুস মিয়ার মেয়ে মৌসুমী (৩৫) ও তার ভাগ্নি জামালপুর জেলার টেংকি মারি গ্রামের জাউলের মেয়ে রিয়া মনি (৫), জেলার বাসিন্দা হাফিজুর রহমান (৩৬), আরিফুল (৩৫)। এদিকে টাঙ্গাইলের ধনবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিক্সার চালকসহ চারজন, কালিহাতীর সিঙ্গুরিয়া এলাকায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন ও ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকায় বাস চাপায় একজন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক চারটি দুর্ঘটনায় সাংবাদিকসহ সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে ঈদের আগের দিন জেলার দাউদকান্দিতে বাসের চাপায় এক সাংবাদিকসহ মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হন। চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ভাইয়ারদীঘি এলাকায় বাস চাপায় সিএনজি অটোরিক্সা চালক ও স্বামী-স্ত্রী ৬ জন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন সিএনজি চালক উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের নবাব মিয়ার পুত্র মোঃ ইসমাইল (৫০), উপজেলার খরনা ইউনিয়নের কমলমুন্সির হাট এলাকার আবদুর রাজ্জাকের পুত্র রেজাউল করিম রফিক (৫০), চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার বণিকপাড়া গ্রামের মিন নাথ ধরের পুত্র শুভ ধর (২৭), উপজেলার শোভনদ-ী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের মোহাম্মদ হোসেনের পুত্র সাব্বির হোসেন (২৮), চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুর গ্রামের সেবাবাড়ির বিশ^জিত সেন (৪৫) ও তার স্ত্রী রূপ্না সেন (৪২)। একই ঘটনায় আহত হয়েছেন ১০ জন যাত্রী। ঈদে বাড়ি যাওয়ার পথে দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় সিএনজি আরোহী বাবা-মেয়েসহ চারজন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। ৯ জুলাই কাপাসিয়ার চেওরাইট এলাকার ইলুর মোড়ে ও পূবাইল থানা এলাকার খোকন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার সেলিম মিয়া (৪৫) ও তার মেয়ে সাদিয়া (৮), একই জেলার রুবেলের স্ত্রী নুরজাহান (২৫) এবং লালমনিরহাটের কালিগঞ্জ থানার বালাপাড়া এলাকার হানিফ মিয়ার ছেলে জাহিদুল ইসলাম রবিউল (২৪)। বেগমগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় সিএনজি যাত্রী মোঃ ফোরকান উদ্দিন গুরুতর আহত হয়েছে। সে বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। নিহতরা হলেন, হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আদর্শ গ্রামের কামাল উদ্দিনের ছেলে মোঃ সোহেল (২২), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (২৮) ও সিএনজি চালক বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের লেদু মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন হৃদয় (২১)। রবিবার ভোর ৪টার দিকে নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিআরটিসি বাসচাপায় মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বেইলি ব্রিজের পাশে কছিম উদ্দিন (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।  গোলাপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় লামিশা আক্তার (১০) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। লরি ট্রাকের ধাক্কায় রিফাত (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি বাসের ধাক্কায় আব্দুর রহমান (৫৭) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর এলাকার নতুন শিকারপুর নামকস্থানে আলমগীর নামে একজন নিহত হয়েছেন। রবিবার রাত ৮টায় দৌলতখান-বাংলাবাজার সড়কের মিয়ারহাট বাজারের পূর্বপাশে প-িত বাড়ির সামনে ইমাম হোসেন বাহাদুর (৩২) নামের এক ব্যাটারিচালিত অটোচালক নিহত হয়েছেন। গাছের ধাক্কা লেগে মোঃ রিফাত বেপারি (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে।  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু- উপজেলার ছোট কুমিরায় সড়ক দুর্ঘটনায় মোঃ তারেক (১৯) নামের এক সিএনজি অটোরিক্সা চালক নিহত হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল হক (১৪) নামের অষ্টম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে।  দুর্গাপুরে সোমবার বিকেলে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বোয়ালমারীতে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় পারভেজ শেখ (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। সোমবার দুপুরে নারিশ্চা এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। ভেড়ামারায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও দুই জন আহত হন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের হাওয়াখালী মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন পাবনা জেলার ঈশ্বরদীর নাড়িতা এলাকার শাহ আলমের ছেলে মারুফুল আলম পিয়াস (২৭), মিরপুর উপজেলার বরিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে সাজ্জাদ হোসেন সজীব (২৩)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। ঢাকা-আরিচা মহাসড়কের তরা সেতুর ওপর অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

Share.