বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

তিন ‘জিনের বাদশা’ গ্রেপ্তার

0

ঢাকা অফিস: বিভিন্ন মানুষের মোবাইল নম্বর সংগ্রহ করে রাতের বেলা ফোন করেন তারা। ফোন করে যাদের টার্গেট করা যাবে মনে হয় তাদের পরিবার ও আত্মীয়ের তথ্য কৌশলে জেনে নিয়ে পরে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়াই তাদের কাজ। নিজেদের ‌‘জিনের বাদশা’ বলেই পরিচয় দেন তারা। চট্টগ্রামের বাকলিয়া থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এমন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) ভোরে ওই গ্রেপ্তাররা হলেন- মো. সাইফুল ইসলাম (৩১), মো. মুক্তার রহমান (২৭) ও শীপন চন্দ্র মহন্ত (২৯)। গ্রেপ্তারদের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় বলে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন। তিনি বলেন, জিনের বাদশা পরিচয়ে প্রতারণা করে এমন চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এক নারীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে কৌশলে ৪ লাখ ৭১ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়।‘এ চক্রের আরও সদস্য রয়েছে। তারা বিভিন্ন মানুষের মোবাইল নম্বর সংগ্রহ করে রাতের বেলা ফোন করেন। ফোন করে যাদেরকে টার্গেট করা যাবে মনে হয় তাদের পরিবার ও আত্মীয়ের তথ্য কৌশলে জেনে নিয়ে পরে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেয়।’

Share.