“তিন প্যাকেটের কার্টন — মাথা একটায়, উরু দুটায়”

0

বাংলাদেশ থেকে মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি স্থানীয় সড়কের পাশে স্কচটেপ প্যাচানো পলিথিনের ভেতর থেকে মানবদেহের মাথা ও উরুর খণ্ডিত অংশ পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশের পক্ষ হতে পাওয়া খবর অনুযায়ী, ঢাকার কেরানীগঞ্জ এলাকায় এই মানবদেহের বাকি খণ্ডিত অংশ পাওয়া গেছে। তবে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মেদেনীমন্ডল খানবাড়ি এলাকায় আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশে একটি ফলের কার্টন পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে কৌতুহলবশত সেটি খুললে ভেতরে স্কচটেপ প্যাচানো ৩টি আলাদা প্যাকেট দেখা যায়।সেই প্যাকেটের একটির ভেতরে মানুষের মাথা ও বাকি দুইটিতে উরুর অংশ রয়েছে।পদ্মা সেতু (উত্তর) থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন এসব তথ্য জানান।তিনি বলেন, কেরাণীগঞ্জ মডেলা থানা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে আরও একটি খণ্ডিত মরদেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পিবিআই ঘটনাস্থলে রয়েছে। তারা এলে তাদের কাছে উদ্ধার অংশগুলো বুঝিয়ে দেওয়া হবে।পরবর্তীতে তারাই মিলিয়ে বলতে পারবে উদ্ধার অংশগুলো একই ব্যক্তির কি না।

Share.