তিন মোড়লের প্রস্তাবে স্থগিত হচ্ছে টেস্ট ও ওয়ানডে চ্যাম্পিয়নশিপ?

0

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের তিন মোড়ল ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই), ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবেদন জানিয়েছে, চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ ও আসন্ন ওয়ানডে চ্যাম্পিয়নশিপ স্থগিত করার জন্য। এছাড়া এই তিন বোর্ড আইসিসিকে অনুরোধ করেছে, এফটিপির (ফিউচার ট্যুর প্রোগ্রাম) অন্তর্ভুক্ত দ্বিপাক্ষিক সিরিজগুলোর সূচিতে পরিবর্তন আনার। গত মাসের শেষে আইসিসির সঙ্গে সদস্য দেশগুলোর ভিডিও কনফরেন্সে সংক্ষিপ্ত বৈঠকে তিন মোড়ল এই প্রস্তাব দেয়। এমন কথা জানিয়ে আইসিসির এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘এটা আলোচনার পর্যায়ে রয়েছে। আইসিসির কোন সদস্য এই প্রস্তাবে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি।’ চলমান পরিস্থিতি কবে পুরোপুরি স্বাভাবিক হবে তা অজানা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা যাবে কি না তা নিয়ে চিন্তিত আইসিসি ও সদস্য দেশগুলো। আগামী বছরের জুনে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর ১৩ দলের ওয়ানডে লীগ (চ্যাম্পিয়নশিপ) শুরু হবে চলতি বছরের মে মাসে।এর সঙ্গে রয়েছে এফটিপির অন্তর্ভুক্ত দ্বিপাক্ষিক সিরিজ। ইতোমধ্যে স্থগিত হয়ে গেছে বেশকিছু দ্বিপাক্ষিক সিরিজ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। শঙ্কায় রয়েছে আরো অনেক চ্যাম্পিয়নশিপের ম্যাচ ও দ্বিপাক্ষিক সিরিজ। চলতি বছর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ। এরই মধ্যে অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। বিসিসিআই চাচ্ছে সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল আয়োজন করতে। দ্বিপাক্ষিক সিরিজের স্পন্সরশিপ ও ব্রডকাস্টারদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ পেয়ে থাকে সিরিজের আয়োজক দেশ। করোনা ভাইরাসের কারণে পুরো ক্রিকেটসূচি ভেঙে পড়ার উপক্রম। এখন আইসিসি কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়।

Share.