শনিবার, নভেম্বর ২৩

তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন কিলিয়ান এমবাপ্পে

0

স্পোর্টস ডেস্ক: উরুর চোটের কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে এমনটি জানিয়েছে লিগ ওয়ান ক্লাব জায়ান্ট পিএসজি। এর ফলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে খেলতে পারবেন না তিনি। বুধবার লিগ ওয়ানের ম্যাচে মন্টপেলিয়ারের বিপক্ষে ৩-১ গোলের জয় পায় পিএসজি। এই ম্যাচের প্রথমার্ধেই চোট পান এমবাপ্পে। পিএসজি কোচ ক্রিস্টোফে গালটিয়ের প্রথমে ধারণা করেছিলেন যে এমবাপ্পে পেশীতে আঘাতের পরিবর্তে হাঁটুর পিছনে আঘাত পেয়েছেন, কিন্তু মেডিকেল টেস্ট করানোর পর জানা গেছে তিনি বাম উরুতে চোট পেয়েছেন। ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পরীক্ষা করার পর আমরা নিশ্চিত হয়েছি যে এমবাপ্পে বাম উরুর ফেমোরাল বাইসেপসে ব্যথা পেয়েছেন’। তিন সপ্তাহ মাঠের বাইরে থাকার কারণে এমবাপ্পে ফ্রেঞ্চ কাপের মারসেইলির বিপক্ষের শেষ ষোলোর ম্যাচও খেলতে পারবেন না। তবে পিএসজি এই ভক্তরা আশা করছেন চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় লেগের আগেই মাঠে ফিরে আসবেন এমবাপ্পে।

Share.