ডেস্ক রিপোর্ট: এক প্রাণির ওপর আরেক প্রাণির আক্রমণ কিংবা সেই আক্রমণের হাত থেকে বেঁচে ফেরার ঘটনা সচরাচর টিভির পর্দায়ই দেখা যায়। কিন্তু সরাসরি নিজ চোখে হাড়হিম করা ঘটনা অবলোকন!একটি বড় তিমি তাড়া করছিল একটি ছোট্ট পেঙ্গুইনকে। বুঝতে পেরেই দৌড় লাগায় পেঙ্গুইনটি। কিন্তু ক্রমশ তার যাত্রা কঠিন হয়ে যায়। শেষমেশ পর্যটকেরাই তাকে তাদের ডিঙিতে তুলে নেন।আসলে পর্যটকেরা ডিঙি নৌকায় করে অ্যান্টার্কটিকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন। তাদের ডিঙিটি ভেসে যাচ্ছিল গেরলাচে স্ট্রেইটে। এরই মধ্যে দেখা যায়, তাদের ছোট ডিঙির আশেপাশে শান্তভাবে জলে ভেসে বেড়াচ্ছে তিমি। আপাত নিরীহ প্রাণীকে খাবারও দিচ্ছিলেন পর্যটকেরা। কিন্তু আচমকাই আবহ বদলে যায়। কেন না ততক্ষণে জলে নেমে পড়েছে এক ছোটখাটো পেঙ্গুইন। পর্যটকদের ছেড়ে তিমিটি তখন পেঙ্গুইনের দিকে ধেয়ে যায়। বিপদের আঁচ পেয়ে ছুট লাগায় পেঙ্গুইনটিও।পেঙ্গুইনটি বাঁচার জন্য পর্যটকদেরই বেছে নেয়। সে ছুটে আসে ডিঙির দিকে। লাফিয়ে উঠে পড়তে চায় ডিঙিতে। প্রথমবার ব্যর্থ হলেও দ্বিতীয়বার নৌকায় উঠে পড়ে পেঙ্গুইনটি। তবে তাকে সাহায্যও করেন পর্যটকেরা। হাল ছেড়ে ফিরে যায় ক্ষুধার্ত তিমি। রুদ্ধশ্বাস সেই দৃশ্য ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পর্যটকরা।
তিমি দেখে লাফিয়ে নৌকায় উঠল পেঙ্গুইন
0
Share.