তীব্র গরমে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

0

বাংলাদেশ থেকে মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে হিটস্ট্রোকে শুক্কুর আলী (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ এপ্রিল) উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্র জানায়, তীব্র গরমে জমিতে কাজ করতে গিয়ে শুক্কুর আলীর মৃত্যু হয়। নিহত শুক্কুর আলী পূর্ব আলিপুর গ্রামের শফি আকনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের জমিতে কাজ করতে যান শুক্কুর আলী। প্রচণ্ড রোদের গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই কৃষক। পরে স্থানীয়রা শুক্কুরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জাহিদ হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের তাপমাত্রা সইতে না পেরে হিটস্ট্রোকে কৃষক শুক্কুর আলীর মৃত্যু হয়েছে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.