ডেস্ক রিপোর্ট: গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহ চলছে কানাডায়। প্রায় এক সপ্তাহ ধরে চলা তীব্র তাপপ্রবাহে দেশটির ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে প্রায় ৫০০ মানুষের মৃত্যু হয়েছে। এরই মধ্যে দাবানাল শুরু হয়েছে দেশটিতে। এতে প্রদেশটির লাইটন শহরের ৯০ শতাংশ পুড়ে ছাই হয়ে গেছে। খবর বিবিসির।ব্রিটিশ কলাম্বিয়ার আইনপ্রণেতা ব্রাড ভিস বলেছেন, তীব্র তাপদাহের পর দাবানলে লাইটন শহরের ৯০ শতাংশ ঘর-বাড়ি ও অবকাঠামো পুড়ে গেছে। দুইদিন আগে এই শহরটিতে কানাডার ইতিহাসে সর্বোচ্চ ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।এই আইনপ্রণেতা আরও বলেন, দাবানলের কারণে লাইটন শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরটি আশপাশে থাকা গুরুত্বপূর্ণ অনেক অবকাঠামোতেও ক্ষতিগ্রস্ত হয়েছে। লাইটনের মেয়র জ্যান পলডারম্যান বলেছেন, ভয়াবহ দাবানলের মধ্যে নিজের জীবন নিয়ে বেঁচে ফিরেছেন তিনি।এজন্য নিজেকে সৌভাগ্যবান বলেও মনে করেন তিনি। পলডারম্যান বলেন, ‘দাবনলের পর সেখানে তেমন কিছুই অবশিষ্ট থাকবে না। শহরের প্রায় সব জায়গাতেই কেবল আগুন। তার ভাষায়, ‘আগুনের প্রাচীর’ শহরটিকে ঘিরে ফেলেছে। এর আগে শহরের মানুষজনকে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দেন পলডারম্যান। মাত্র ১৫ মিনিটের মধ্যে আগুনের শিখা পুরো শহরে ছড়িয়ে পড়ে বলেও জানান তিনি।
তীব্র তাপদাহের মধ্যে দাবানলে পুড়ছে কানাডা
0
Share.