সোমবার, ডিসেম্বর ২৩

তীব্র শীতে চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত

0

ঢাকা অফিস: চুয়াডাঙ্গায় তীব্র শীত ও হিমেল হাওয়া অব্যাহত রয়েছে। এর ফলে খেটে খাওয়া মানুষেরা বিপাকে পড়ছেন। দুর্ভোগে পড়ছেন নিম্ন আয়ে মানুষেরা। হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজ মঙ্গলবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির জানান, শীতজনিত রোগে হাসপাতালে প্রতিদিন ১৫ থেকে ২০ জন রোগী ভর্তি হচ্ছে। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, মঙ্গলবার জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শীতের এ তীব্রতা আরও দুই-একদিন অব্যাহত থাকবে।

Share.