তুমুল আন্দোলনের মধ্যে কৃষি আইনের পক্ষে মোদির সাফাই

0

ডেস্ক রিপোর্ট: ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে তুমুল আন্দোলনের মধ্যেই আইনটির পক্ষে সাফাই গাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন আইন কার্যকর হলে কৃষকদের আয় বাড়বে দাবি করে মোদি বলেন, কৃষিখাতকে আধুনিক ও গতিশীল করতেই এমন আইন পরিবর্তন করেছে বিজেপি সরকার।  বহুল বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে গেল নভেম্বর থেকে আন্দোলন করে আসছে ভারতের কৃষকরা। পরিস্থিতি মোকাবিলায় কয়েকবার আন্দোলনরতদের সঙ্গে বৈঠকে বসে মোদি সরকার। দফায় দফায় বৈঠকেও হয়নি কোনো সুরাহা। এমন পরিস্থিতিতে তীব্র ঠাণ্ডা উপেক্ষা করে রাজপথে অনড় কৃষকরা। শনিবারও দিল্লির মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আন্দোলনের মধ্যে আইনের পক্ষে আবারও অবস্থান নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, কৃষকদের ভাগ্য বদলাতেই কৃষি আইন সংস্কার। এর মাধ্যমে কৃষি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ার পাশাপাশি বাড়বে কৃষকের আয়।এমন পরিস্থিতিতে আইনটি বাতিলে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছে ভারতীয় কৃষাণ ইউনিয়ন নামের একটি সংগঠন। পিটিশনের জবাব চেয়ে এরইমধ্যে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তলব করেছেন আদালত।

Share.