ডেস্ক রিপোর্ট: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা তুরস্কের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হয়েছেন। পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাসের অনুসন্ধান করতে গিয়ে প্রতিবেশী দেশ গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে তুরস্ক। এ ঘটনায় ফ্রান্সের মতো ইউরোপের প্রভাবশালী দেশের সঙ্গেও তুরস্কের দ্বন্দ্ব দেখা দিয়েছে। আর এ কারণে তুরস্কের কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হয়েছেন ইইউ নেতারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, গত বৃহস্পতিবার ইইউ নেতারা এক সম্মেলনে এ নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হন। এদিকে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১০ ডিসেম্বরের ইইউ সম্মেলনে গৃহীত হওয়া পক্ষপাতদুষ্ট এবং অনৈতিক সিদ্ধান্তকে তুরস্ক প্রত্যাখ্যান করেছে।
তুরস্কের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় একমত ইইউ
0
Share.