তুরস্কের বিরুদ্ধে ৫ দেশের অশুভ জোট

0

ডেস্ক রিপোর্ট: তুরস্কের বিরুদ্ধে অশুভ জোট গঠন করেছে পাঁচটি দেশ। মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হামি আকসোয় এক কড়া বিবৃতিতে এ কথা বলেছেন। বলা হয়েছে, ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে এবং লিবিয়ায় আঙ্কারার নীতি বা পলিসির বিরুদ্ধে যৌথ বিবৃতি দিয়েছে ওই ৫ দেশ গ্রিস, সাইপ্রাস, মিশর, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাত। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই ৫টি দেশ মিলে আঞ্চলিক বিশৃংখলা সৃষ্টি করতে চায়। তারা ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় এবং স্বৈরশাসকদের বেপরোয়া নীতির বিরুদ্ধে গণতন্ত্রের প্রতি লিবিয়ানদের আত্মত্যাগকে তারা ছোট করে দেখাতে চায়। এ খবর দিয়েছে অনলাইন ডন।উল্লেখ্য ওই ৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে টেলি কনফারেন্সের আয়োজন করেন। ভূমধ্যসাগরের ওই অঞ্চলে একটি অফসোর এলাকায় হাইড্রোকার্বন মজুদ করার জন্য তুরস্ক ড্রিলিং করছে, যেখানে সাইপ্রাসেরও রয়েছে অর্থনৈতিক অধিকার। এসব নিয়েই ওই বৈঠকে আলোচনা হয়।একই সঙ্গে আলোচনা করা হয় লিবিয়া পরিস্থিতি। গত বছর লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি জিএনএ সরকারের সঙ্গে সামরিক সহযোগিতার একটি চুক্তি স্বাক্ষর করে তুরস্ক। এর মধ্যে রয়েছে নৌসীমানা চিহ্নিতকরণ চুক্তি। তুরস্ক বলছে, ওই চুক্তির বলে ত ভূমধ্যসাগরের পূর্ব উপকুলে বিশাল এলাকায় তাদের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। ওই এলাকায় আঙ্কারার অমতে কোনো জ্বালানি সংক্রান্ত প্রকল্প চালু করায় বিধিনিষেধ আছে। চুক্তিটির বিরোধিতা করেছে গ্রিস ও সাইপ্রাস। তারা বলেছে, এর মধ্য দিয়ে তুরস্ক আন্তর্জাতিক আইন ও ওই এলাকায় তাদের নিজেদের অধিকার লঙ্ঘন করেছে। এসব ঘটনার প্রেক্ষিতে ওই ৫ টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কের কর্মকান্ডের নিন্দা জানিয়েছেন।

Share.