তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করে বিমান হামলার প্রতিবাদ ইরাকের

0

ডেস্ক রিপোর্ট: ইরাকের কুর্দি অধ্যুষিত কয়েকটি এলাকায় তুরস্কের বিমান হামলার ঘটনায় বাগদাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ইরাক।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বাগদাদ ওই হামলাকে ইরাকে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। খবর আলজাজিরার।তুর্কি রাষ্ট্রদূত ফাতেহ ইয়ালদুজকে মঙ্গলবার ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। এ সময় তার কাছে ইরাকের আনুষ্ঠানিক লিখিত প্রতিবাদ হস্তান্তর করা হয়।প্রতিবাদলিপিতে বলা হয়েছে, এ ধরনের হামলায় কুর্দিঅধ্যুষিত এলাকাগুলোতে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ছে।এর একদিন আগে তুরস্ক জানায়, দেশটির বিমানবাহিনী কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে।পিকেকের অবস্থানগুলোতে রাতের অন্ধকারে চালানো ওই হামলায় ১৫টি তুর্কি জঙ্গিবিমান অংশ নেয়। মঙ্গলবারই ইরাকের কুর্দিস্তান অঞ্চলের একটি উদ্বাস্তু শিবিরে তুর্কি বিমান হামলার নিন্দা জানায় বাগদাদ।ইরাক এক বিবৃতিতে বলেছে, তুরস্কের ১৮টি বিমান বাগদাদের আকাশসীমায় ঢুকে পড়ে এবং এসব বিমান সিনজার, মাখমুর, আল-কুয়াইর ও এবরিল এলাকায় হামলা চালায়।কয়েকটি বিমান ইরাকের মাখমুর ও সিনজারের কাছে অবস্থিত একটি শরণার্থী ক্যাম্পে হামলা চালায়।

Share.