মঙ্গলবার, ডিসেম্বর ২৪

তুরস্কে একই স্থানে দুই তুষারধস, উদ্ধারকর্মীসহ নিহত- ২০

0

ডেস্ক রিপোর্ট: তুরস্কের ভান প্রদেশের বাচিসহার শহরে স্বল্প সময়ের ব্যবধানে একই স্থানে দুইবার তুষারধসের ঘটনা ঘটেছে। এতে উদ্ধারকর্মীসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। তুষারের নিচে আরও অনেকেই চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বাচিসহারের মেয়রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইরানসীমান্তবর্তী পাহাড় ঘেরা বাচিসহারে প্রথম তুষারধসের ঘটনা ঘটে। তাতে একটি মিনিবাস ও একটি বরফ সরানোর গাড়ি চাপা পড়ে। এরপরপরই উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে যায় এবং ৫ জনের মরদেহ উদ্ধার করে। এছাড়া বরফের গাড়ি ও মিনিবাসের চালক এবং ৭ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়। কিন্তু আরও ২ জন নিখোঁজ ছিলেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) নিখোঁজ ওই ২ জনের সন্ধানে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছিল জরুরি বাহিনীর ৩০০ সদস্য। এসময়ই ওই স্থানে দ্বিতীয় তুষারধসের ঘটনা ঘটে। এসময় ৮ উদ্ধারকর্মীসহ আরও অন্তত ৭ জন নিহত হন। এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

Share.