তুরস্কে পৃথক দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত

0

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ-পূর্ব তুরস্কে পৃথক দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। শনিবার দেশটির দক্ষিণ-পূর্ব প্রদেশ গাজিয়ানটেপ থেকে আঞ্চলিক গভর্নর দাভুত গুল বলেন, পূর্বের দুর্ঘটনাস্থলে একটি বাস বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত এবং ২০ জন আহত হয়। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। গাজিয়ানটেপ এবং নিজিপের মধ্যবর্তী হাইওয়েতে নিহতদের মধ্যে তিন দমকলকর্মী, দুই প্যারামেডিক এবং দুই সাংবাদিক রয়েছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু টুইট বার্তায় জানিয়েছেন। তিনি আরও জানান, বাকি আটজন বাসে ছিলেন। যখন ফায়ার ব্রিগেড, মেডিক্যাল টিম এবং অন্যান্য সহকর্মীরা দুর্ঘটনায় সহযোগীতা দিচ্ছিল, তখন আরেকটি বাস ২০০ মিটার পিছনে বিধ্বস্ত হয়। দ্বিতীয় বাসটি এই ঘটনাস্থলে ছিটকে পড়ে। ফলে সেখানের উদ্ধারকর্মী এবং আহত ব্যক্তিরা আরও আঘাতপ্রাপ্ত হয়।’ তুর্কি বার্তা সংস্থা ইলহাস বলেছে, তাদের দুই সাংবাদিক প্রাথমিক দুর্ঘটনার শিকারদের সাহায্য করতে গিয়ে নিহত হয়েছে। ঘটনাস্থলে অপর একটি গাড়ি হাইওয়ে থেকে এসে সেখানকার বাঁধের নিচে পড়ে গেছে। আলাদাভাবে, একটি লরি মারদিনের ডেরিক জেলায় প্রায় ২৫০ কিলোমিটার পূর্বে একটি জায়গায় আঘাত করেছিল। সেখানে আগে একটি দুর্ঘটনার উদ্ধার কাজ চলছিল। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা বলেন, মার্দিনে ঘটনার ফলে ১৬ জন মারা গেছে এবং ২৯ জন আহত হয়েছে, আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তুরস্কের সরকারী প্রেস এজেন্সি আনাদোলু শনিবার জানিয়েছিল, কিছুক্ষণ আগে একই স্থানে তিনটি গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছিল। সড়ক নিরাপত্তার ক্ষেত্রে তুরস্কের রেকর্ড খারাপ। সরকারের মতে, গত বছর  দুর্ঘটনায় প্রায় ৫ হাজার ৩৬২ জন নিহত হয়েছে।

Share.